নড়াইল প্রতিনিধি: শনিবার (১৬ ফেব্রুয়ারী) পুলিশের মাধ্যমে হারিয়ে যাওয়া দামী মোবাইল ফোন ফেরত পেলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু। গতকাল দুপুরে ওই হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু’র হাতে তুলে দেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রবীর বিশ্বাস। এ সময় সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে ওয়ানডে ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্তুজা গত ২১ ডিসেম্বর ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ার কালনা ঘাটে পৌঁছান। এ সময় বরেণ্য ক্রিকেট তারকা মাশরাফিকে কালনা ঘাটে বরণ করে নেওয়ার জন্য নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
ওই দিন মধ্য দুপুরে ক্রিকেট তারকা মাশরাফি যখন কালনা ঘাটে পৌঁছান তখন কালনা ঘাট জনস্রোতে পরিনত হয়। নজির বিহীন ভীড়ের কারনে নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু’র ব্যবহৃত ঝধসংঁহম ঝ৮+ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে যায়। হারিয়ে যাওয়া ওই মোবাইল ফোনটির মুল্য-৮৯,৯০০ টাকা।
২২ ডিসেম্বর মোবাইল হারানোর বিষয়ে সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। এরপর লোহাগড়া থানার এস আই মিল্টন কুমার দেবদাস তথ্য-প্রযুক্তির সাহায্যে ঢাকা থেকে ওই হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন এবং মঙ্গলবার দুপুরে ওই হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু’র হাতে তুলে দেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রবীর বিশ্বাস।
এ সময় লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমান উল্লাহ এস আই আবু বক্কার, এস আই মিল্টন কুমার দেবদাস সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
এ ব্যাপারে নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু বলেন,হারানো ফোনটি পেয়ে আমি আনন্দিত। তিনি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।