নড়াইল প্রতিনিধি: নড়াইলে জজশীপ ক্রিকেট দল ও ম্যাজিষ্ট্রেসী ক্রিকেট দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারী) বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জেলা জজশীপ ক্রিকেট দলকে ১৭ রানে হারিয়ে ম্যাজিষ্ট্রেসী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে।
এর আগে সকালে বেলুন উড়িয়ে ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ। ম্যাজেস্ট্রেসী ক্রিকেট দল টসে জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামেন। নির্ধারিত ১৫ ওভারের খেলায় ৫ উইকেট হারিয়ে ম্যাজেস্ট্রেসী ক্রিকেট দল ৯৯ রান করেন। জবাবে জজশীপ ক্রিকেট দল ১০০ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮২ রান করেন।
প্রতিযোগিতা শেষে উভয় দলের মধ্যে পুরষ্কার তুলে দেন জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী আল মাসুদ, নড়াইলের অবসরপ্রাপ্ত শিক্ষক বিজন কুমার সাহা।
এসময় যুগ্ম জেলা ও দায়রা জজ আবুবকর সিদ্দিক, মো. হাদিউজ্জামান, মো. সিরাজ জিন্নাত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মোরশেদুল আলম, মো. জাহিদুল আজাদ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমাতুন মোর্শেদা, সহকারী জজ তাকিয়া সুলতানা, মুহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা জজশীপ ও ম্যাজিষ্ট্রেসী কোর্টের অন্যান্য বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র প্রকাশক ও সম্পাদক লিটন, দত, মো.শাহীদুল ইসলাম শাহী নড়াইল প্রতিনিধি, সাংগঠনিক, বুলু দাস ও সকল সদস্যবৃন্দ। এছাড়া উভয় বিভাগের কর্মচারী ও ক্রিটেকপ্রেমীরা এ খেলা উপভোগ করেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608