Spread the love

তালা প্রতিনিধি: তালায় জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা, সততা সংঘ পুর্নগঠণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের শিার্থীদের অংশগ্রহণে “দুর্নীতির কুফল” বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং “জনসচেতনতা দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়” উক্ত বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্য শামছুন্নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক মোঃ আলমগীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গাজী জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় প্রতিযোগিতায় বিজয়ী দলের সকল সদস্যদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন দলনেতা জান্নাতুল ফেরদৌস।