শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথের নিজস্ব অর্থায়নে আাশাশুনি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ফটকের গেট নির্মাণ করে দিয়ে তা হস্তান্তর করেছেন।
রোববার (১৭ ই ফেব্রুয়ারী) সকালে থানা চত্বরে এতিম খানার শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দের কাছে নির্মিত এ গেট হস্তান্তর করেন অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ।
থানার এসআই ইসমাইল হোসেনের সার্বিক তত্বাবধানে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রধান ফটকের গেটটি নির্মাণ করা হয়।
এ সময় আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রবীন শিক্ষক হাফেজ মাওলানা যায়েদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক হাফেজ কারী আবুজর এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। গেট হস্তান্তরকালে ওসি বিপ্লব কুমার দেবনাথ বলেন, সঠিক ধর্মীয় শিক্ষা সব সময়ই ভালো কিছুই শিক্ষা দেয়।
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং এতিম ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমার সাধ্য অনুযায়ী সামান্য কিছু করতে পেরে গর্ব মনে করেন। আমার মতে সবারই সাধ্য অনুযায়ী এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি।
ভাল কাজের জন্য ভাল মানুষের দরকার হয় সেটাই চলন্ত উদাহরণ ওসি বিপ্লব কুমার দেবনাথের কার্যক্রম।