Spread the love

মোমিনুর রহমান, দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভালোবাসা দিবসে এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবক ইদ্রিস হোসেন (১৯)কে আটক করেছে দেবহাটা থানা পুলিশ।

ইদ্রিস আলী দেবহাটা উপজেলার চরশ্রীপুর গ্রামের এমদাদুলের ছেলে।

বৃহষ্পতিবার ভালোবাসা দিবসে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় আয়ুব আলীর ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ইভটিজিং করে ইদ্রিস আলী। এঘটনায় শুক্রবার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাদী হয়ে বখাটে যুবক ইদ্রিসকে আসামী করে দেবহাটা থানায় মামলা (নং-০৩) দায়ের করলে দেবহাটা থানা পুলিশ তাৎক্ষনিকভাবে বখাটে ইদ্রিসকে আটক করে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ইদ্রিস আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলহাজতে প্রেরণ করে পুলিশ।