কলারোয়া প্রতিনিধি: আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার দমদম বাজারে ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের ৯নং ও ৫নং ওয়ার্ড আ.লীগ ওই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের সম্মান নিশ্চিত করে অন্যায়ের মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আগামিদিন উপজেলা আ.লীগকে শক্তিশালী করাসহ সকল ষড়যন্ত্র ও ভয়ভীতি উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে জবাব দেয়ার জন্য প্রস্তুত কলারোয়াবাসী।’
ওয়ার্ড আ.লীগের সভাপতি রজব আলী সরদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানাজ নাজনীন খুকু, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান সম মোরশেদ আলী, লাঙ্গলাঝাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, আ.লীগ নেতা ফারুক হোসেন মেম্বর, ইসমাইল হোসেন প্রমুখ।
সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।