দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৪২ বোতল ফেনসিডিল সহ নুর ইসলাম (৩২) ও শামীম হোসেন (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ।
শনিবার সকাল ১০ টার দিকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দেবীশহর মোড় এলাকায় অভিযান চালিয়ে এসআই মুনিরুল ইসলাম, এএসআই মাসুম বিল্লাহ সহ পুলিশ সদস্যরা তাদেরকে ৪২ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
আটককৃত মাদকব্যবসায়ী নূর ইসলাম উপজেলার বাবুরাবাদ গ্রামের আক্কাজ গাজীর ছেলে এবং অপর মাদক ব্যবসায়ী শামীম হোসেন নাংলা এলাকার শাহাজানের ছেলে।
এব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানান দেবহাটা থানার উপ পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র।