March 4, 2021, 12:07 pm
ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫ পিচ ইয়াবা বড়িসহ ফারুক হোসেন(৩৫)কে আটক করেছে পুলিশ।
ফারুক হোসেন পৌর সদরের ঝিকরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
শুক্রবার(১৫ ই ফেব্রুয়ারী) রাতে ৮ মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের মধ্য থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নির্দেশ মোতাবেক থানার পুলিশ তদন্ত জেল্লাল হোসেনের নেতৃত্বে এসআই নাজিম উদ্দিন ওই স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ফারুক হোসেনকে আটক করেন। পরে তার দেহ তল্লাশী করে ২৫ পিচ ইয়াবাবড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ইয়াবা ব্যবসায়ী ফারুকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
All rights reserved © Satkhira Vision