Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দু’টি প্যানেলের ১০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

স্কুলে ম্যানেজিং কমিটি নির্বাচনের লক্ষ্যে অভিভাবক সদস্য ৫টি পদে নির্বাচনের তফশীল ঘোষণার পর দু’টি প্যানেলে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতায় নেমেছেন।

একটি প্যানেলে মনোরঞ্জন সরকার (প্রতীক হরিণ), দেবব্রত বিশ্বাস (আম), আলিম উদ্দিন ঢালী (মোরগ), জগদীশ সরকার (মই) ও সংরক্ষিত মহিলা পদে কুসুম সরকার (গোলাপফুল)। অন্য প্যানেলে সঞ্জয় সরকার (ফুটবল), আছাবুর রহমান (মাছ), দীলিপ তরফদার (চেয়ার), মহিতোষ সরকার (ছাতা) ও সংরক্ষিত পদে চম্পা সরকার (কলস প্রতীক)।

প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ প্রতীক বরাদ্দ করেন।