আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে হত্যাকন্ডের শিকার জাহাঙ্গীরের রূহের মাগফিরাত কামনায় মীলাদ ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ইউনিয়নের রাজাপুর একসরা বায়তুল ফালাহ জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাকাবাসীর আয়োজনে সকাল ৮ টায় মিলাদ ও দোওয়া মাহফিল এবং জুম্মা বাদ তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন।
বিশেষ অতিথি ছিলেন আবু মুছা রনি, এসআই হাসানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম সাহেব আলি, জেলা পরিষদের সদস্য আঃ হাকিম, মেম্বার শওকত আলি, রকিব আহম্মেদ, জিয়াউর রহমান প্রমুখ। মিলাদ ও দোওয়া পরিচালনা করেন, ইমাম মাওঃ আইয়ুব আলি, সুপার মাওঃ শহিদুল ইসলাম ও ইমাম মাওঃ আঃ মজিদ। এলাকাবাসী কমিটির মধ্যে ইউনুছ ঢালী, হাসান ঢালী, সোহরাব মালী, মোস্ত গাজী, আলাউদ্দিন মালী, রইছুল ইসলাম, গাজী আক্তারুল, মুনছুর মোড়ল, জিয়া ঢালী প্রমুখ ব্যবস্থাপনায় ছিলেন।