এসভি ডেস্ক: সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহম্মদ ইলতুৎ মিশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মদ (পিপিএম, বিপিএম) ।
এছাড়া সাতক্ষীরা জেলার সকল ইউনিট ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পদবীর প্রায় ২০০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি মহোদয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে সকল পুলিশ সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান।
আলোচনাকালে পুলিশ সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারী দিয়ে প্রধান অতিথি বলেন যে, কোন পুলিশ সদস্য যদি এই তিনটি বিষয়ের সাথে আপোষ করেন তাহলে তাদের ও আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।
রেঞ্জ ডিআইজি মহোদয় উল্লেখিত বিষয় ছাড়াও পুলিশের আভ্যন্তরীন বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608