এসভি ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী।
বুধবার বিকালে সদরের ফিংড়ী, ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের নেতা কর্মী ও জন সাধানের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
গণসংযোগ ও মতবিনিময় কালে শাহজাহান আলী বলেন, আগামী উপজেলা নির্বাচনে সবাই কে পাশে চাই। আমি আপনাদেরকে সাথে নিয়ে সদর উপজেলাকে সন্ত্রাস, মাদক ও দূর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান প্রমুখ ।