এসভি ডেস্ক: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সম্পত্তি শাখার কর্মকর্তা মো. আমিরুল ইসলামকে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৯ লাখ ২৫ হাজার ৪৫৩ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আসামির উপস্থিতিতে সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট সেলিম আল আজাদ জানান, কেসিসির এই অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের পক্ষ হতে এই মামলাটি দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে বিচারক ৫ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৯ লাখ ২৫ হাজার ৪৫৩ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) ফরিদ আহমেদ বলেন, দুদকের দায়ের করা মামলায় অর্থ আত্মসাতের দায়ে মো. আমিরুল ইসলামকে সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।