কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাংবাদিক সাজেদুল হক সাজুর বাবা আলহাজ্ব মোঃ সিরাজুল হক সড়ক দূর্ঘটনায় মারাত্বক আহত হয়েছেন।
বুধবার বিকাল ৫ টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাঁতী মোড়ে এ দূর্ঘটনা ঘটে। কালিগঞ্জ থেকে রতনপুরের দিকে আগত ইজি বাইক বেপরোয়া ভাবে চালিয়ে মটর সাইকেলে মেরে দেয়। তাৎক্ষণাৎ মটরসাইকেল থেকে সিটকে রাস্তায় পড়ে মারাত্বক আহত হন তিনি।
পরে স্থানীয়রা রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে তাকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা করে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনা করে পরিবারে পক্ষ থেকে সকলের দোয়া কামনা করেন।
স্থানীয়রা জানান, যেকোন অদক্ষ ড্রাইভার দিয়ে ইজি বাইক চালানোর ফলে এধরনের ছোট-বড় সড়ক দূর্ঘটনা প্রায় ঘটছে। অবৈধ ইজি বাইক সহ অন্যান্য অবৈধ যানবহন চলাচল বন্ধ না করলে এধরনের ঘটনা ক্রমেই ঘটতে থাকবে।
এবিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট উদ্ধোতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।