Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরার ব্রম্মরাজপুরে শ্বশুর বাড়ির ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ আঁখি বোসের  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় নিহত আঁখির স্বামী অরুপ বোস, তার শ্বশুর এস কে বোস (সন্তোষ বোস) ও শাশুড়ি অশোক বোসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত আখি বোস কেশবপুরের গড়ভাঙ্গা গ্রামের গোবিন্দ বসুর মেয়ে।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।