এসভি ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরের পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় দুই মাদক সেবী পালিয়ে গেছে। হামলায় রক্তাক্ত জখম হয়েছেন শ্যামনগর থানার এ.এস.আই আব্দুল হাই।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে শ্যামনগরের জয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, জয়াখালি গ্রামে সরস্বতী পূজা উপলক্ষ্যে সামাজিক যাত্রাপালা চলাকালে গাঁজা সেবন করছিল তারানীপুর গ্রামের সোহাগ ও আব্দুল্লাহ। এ সময় পুলিশের এ.এস.আই আব্দুল হাই, এ.এস.আই মিজান তাদের আটক করেন।
এরপর সোহাগ ও আব্দুল্লাহর সহযোগিরা সংঘবদ্ধভাবে পুলিশের উপর হামলা চালায়। এ সময় হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় পালিয়ে যায় সোহাগ ও আব্দুল্লাহ। হামলায় মাথা ফেটে রক্তাক্ত জখম হয় এ.এস.আই আব্দুল হাই। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সহযোগীরা।
শ্যামনগর থানার সেকেন্ড অফিসার এস.আই রাজ কিশোর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে। পলাতক অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664