Spread the love

এসভি ডেস্ক: যশোর সরকারী মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ই ফেব্রুয়ারী) সকালে কলেজ প্রাঙ্গণে সকাল থেকে এ উৎসব অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথী হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম. হাসান সরোওয়ার্দী।

এসময় উপস্থিত ছিলেন যশোর সরকারী এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া, যশোর সরকারী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু প্রমুখ।

পিঠা উৎসবে ভাঁপা, চিতই, নকশী, রসমালাই, কুলি সহ হরেক রকমের পিঠা পুলি প্রদর্শন করেন ছাত্রীরা।