আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে দেশীয় ইলেকট্রিক্স কোম্পানী ওলটন শো-রুমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় কুল্যার মোড়ে এ শো-রুম উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শো-রুমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ ব ম মোছাদ্দেক।
উদ্বোধন শেষে বিশিষ্ট ব্যবসায়ী প্রাণনাথ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথীর বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মভঠরভঁময পসভ। আলহাজ্ব মোঃ শফিউল ইসলাম, যুবলীগ নেতা এজদান আলী, জাতীয় ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী, আ’লীগ নেতা আব্দুস সামাদ, মইনুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগন বলেন ওলটন ব্রান্ড দেশীয় কোম্পানী।
এখন থেকে শো-রুম থেকে ওলটন ব্রান্ডের সকল প্রকার পন্য নগদ ও সহজ কিস্তিতে বিক্রয় করা হবে। দেশের টাকা দেশেই রাখার স্বার্থে ওলটন পন্য কিনতে অনুষ্ঠানে সকল আহবান জানানো হয়।