March 8, 2021, 9:12 pm
নড়াইল প্রতিনিধি: নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম পুনরায় ২য় বারের মতো “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” পেয়েছেন। আর এ উপলক্ষে নড়াইল জেলা পুলিশ তাঁকে সাদর সম্ভাষণ জানিয়েছেন।
তারই ধারাবাহিকতায় রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা থেকে ফেরার পথে নড়াইলের সীমান্তবর্তী এলাকায় নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে সাদর সম্ভাষণ জানান নড়াইল জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দীন, নড়াইলের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা বিশেষ শাখার কর্মকর্তাবৃন্দসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।
এ সময় পুলিশ সুপারের সহধর্মিনী ও পুনাকের সভানেত্রী নাহিদা আক্তার চৌধুরী সুমি ও পুলিশ সুপারের আদরের দুই সন্তানকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য যে, গ্রীন নড়াইল, ক্লিন নড়াইল গড়ার মতো মহৎ কাজে নড়াইলের জেলা প্রশাসককে সার্বক্ষণিক সহায়তা করছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম।
All rights reserved © Satkhira Vision