দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা ও স্বমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও স্বমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা,সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, বিজিবির দেবহাটা কোম্পানী সদরের সুবেদার আমিনুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, বকুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের প্রতিনিধি ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, দেবহাটা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল ও ইমাম সমিতির সভাপতি মাও: আব্দুস সাত্তার।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বক্তব্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব বলেন, বিএনপি-জামায়তের ইন্ধনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নতার জন্য নাশকতায় সংশ্লিষ্ট সাংবাদিক নামধারী কয়েকজন গত ৩১ ডিসেম্বর সকালে প্রকাশ্যে দেবহাটা প্রেসক্লাবের তালা কেটে লুটপাট সহ অরাজকতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালায়। স্বাধীন গনমাধ্যমকে বাকরুদ্ধের চেষ্টার পাশাপাশি নেক্কার জনক ঘটনাটি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্তের প্রচেষ্টা এবং দেবহাটা প্রেসক্লাবের সংবিধান পরিপন্থী।
দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবুবকর গাজী তার বক্তব্যে বলেন,উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবাধে মাদকদ্রব্য পারাপারের তথ্য পাওয়া যাচ্ছে।
তাছাড়া বাংলাদেশ থেকে গরু রাখাল ভারতে গিয়ে গরু আনয়নের বিষয়ে বিজিবিকে তৎপর থাকার অনুরোধ জানান।
সভায় পারুলিয়া ইউনিয়নের প্রতিনিধি ইউপি সদস্য ইয়ামিন মোড়ল ২০১৩ সালের সহিংসতার তথ্য তুলে ধরে বক্তব্যে বলেন, এখনও এসব সহিংসতাকারী ও তাদের ইন্ধনদাতাদের অনেকেই প্রকাশে ঘুরে বেড়ানোর পাশাপাশি উপজেলায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরই অংশ হিসেবে পারুলিয়াসহ বিভিন্ন স্থানে এখনও গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। অবিলম্বে এসব ষড়যন্ত্র রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
সভার সমাপনী বক্তব্যে নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, জঙ্গী, সন্ত্রাস, মাদক, নাশকতা ও চোরাচালান সহ যাবতীয় অপরাধ কর্মকান্ড কঠোর হাতে দমন করবে প্রশাসন।
আইন-শৃঙ্খলা সভায় উপস্থাপিত উক্ত অভিযোগ সমুহের বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উপজেলা প্রশাসন, দেবহাটা থানা পুলিশ, বিজিবি তৎপর রয়েছে।
তাছাড়া দেবহাটাকে অপরাধ মুক্ত করতে উপজেলার সকল শ্রেনী-পেশার মানুষের সহযোগীতাও প্রয়োজন। পাশাপাশি দেবহাটা প্রেসক্লাবের তালা কেটে লুটপাট সহ জবর দখল প্রচেষ্টার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।