দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ডিসিআরকৃত সরকারি সম্পত্তিতে নির্মিত বসতবাড়ি ও চলাচলের রাস্তা জোরপূর্বক দখলের পায়তারার ঘটনায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ৫নং দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল ইসলাম।
লিখিত অভিযোগে জানা যায়, ঘলঘলিয়া গ্রামের মৃত বাছতুল্য সরদারের ছেলে রুহুল আমিনের সাথে একই গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের ছেলে সোহেল রানা পারভেজ (বর্তমানে ঝিনাইদহ থানায় এএসআই হিসেবে কর্মরত) এর ঘলঘলিয়া মৌজার এসএ ১০নং খতিয়ানে ১২৭ নং দাগে ভিপি কেস নং- ৩৩/৭৪-৭৫ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
রুহুল আমিন ওই জমির মধ্যে ১১ শতক জমিতে ঘরবাড়ি বেধে ও পুকুর খনন করে স্ত্রী-সন্তানানি নিয়ে দীর্ঘ ৫০ বছর বসবাস করে আসছেন।
গত ইং ২০-০১-১৯ তারিখ দুুপুর ১২ টার দিকে উক্ত জমির বিরোধ নিয়ে দেবহাটা সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিনে তদন্তের জন্য আসেন।
এসময় ইউপি সদস্য শরিফুল ইসলাম, ইউপি সদস্যা বেগম রোকেয়া সহ বিভিন্ন স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। উক্ত ভূমি কর্মকর্তার উপস্থিতিতে রুহুল আমিনের দখলের বিষয়ে তিনি (ইউপি সদস্য শরিফুল ইসলাম) কথা বললে সোহেল রানা পারভেজ ইউপি সদস্য শরিফুলকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। ইউপি সদস্য এ বিষয়ে সুবিচার প্রার্থনা করেছেন।