কলারোয়া প্রতিনিধি: আসন্ন কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুরে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর।
সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, আ.লীগ নেতা সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগের সভাপতি কাজী সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানাজ নাজনীন খুকু, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, ছাত্রলীগ নেতা শাকিল খান জজ, আ.লীগ নেতা সরদার জিল্লুর রহমান, স্থানীয় ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ।
ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু সমাবেশটি পরিচালনা করেন।
আ.লীগের কেন্দ্রীয় দফতর থেকে আকষ্মিক ডাক পড়ায় ঢাকায় যাওয়ার কারণে সমাবেশের প্রধান অতিথি আমিনুল ইসলাম লাল্টু মোবাইল ফোনে বক্তব্য রাখেন।