Spread the love

খাজরা প্রতিনিধি: স্বরসতী পূজা হিন্দুদের বিদ্যা ও সঙ্গীতের দেবী। স্বরসতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অনত্যম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান মতে মাঘ মাসের শ্লুকা পঞ্চমী তিথিতে স্বরসতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

উত্তর ভারত, পশ্চিম বঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে স্বরসতী পূজা উপলক্ষ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

ধর্মপ্রান হিন্দু পরিবারে এই দিনে শিশুদের হাতেখড়ি,ব্রা²ণভোজন ও পিতৃতর্পনের প্রথাও প্রচলিত।
এবার খাজরা ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম ও মাধ্যমিক স্কুলগুলোতে স্বরসতী পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটা মন্ডপে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল অনকে বেশি।

শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ছাত্র/ছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মন্ডপে দেবী স্বরসতীর পূজা পালন করা হয়।

স্বরসতী পূজা উপলক্ষ্যে আশাশুনির পারিশামারী ও খাজরা গ্রামে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন।