ফিরোজ জোয়ার্দ্দার: কলারোয়ার ব্রজবাকসা ফাতেমা বেগম গার্লস হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আখিমা খাতুন (১১) কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
নিহত ছাত্রী ব্রজবাকসা গ্রামের আমজেদ হোসেনের মেয়ে।
আজ রোববার দুপুরে মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আখিমা খাতুন ব্রেইনের রোগে ভুগছিলেন। ঘটনার দিন ব্রেইনে ব্যাপক যন্ত্রনা বৃদ্ধি পাওয়ায় সবার অজান্তে নিজ বাড়ীতে রাখা কীটনাশক খেয়ে সে আত্নহত্যা করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।