Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে দিবস গুলো পালন করে থাকেন। সেজন্য তরুন ছাত্র/ছাত্রীরা মুক্তিযুদ্ধার সঠিক ইতিহাস জানতে পারছেন না।

আবার অনেক প্রতিষ্ঠানের নিজস্ব শহীদ মিনার না থাকায় পার্শ্ববর্তী শহীদ মিনারে সম্মিলিতভাবে পুষ্পমাল্য অর্পণ করে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে ২৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৬০টি প্রাথমিক বিদ্যালয়, ৪৮টি মাধ্যমিক, ৩০টি মাদ্রাসা ও ৮টি কলেজ। উপজেলায় ১৬০টি সরকারী ও নতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার আছে ১২টিতে, ৪৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২২ টিতে, ৩০ টি মাদ্রাসার মধ্যে ২টিতে এবং কয়েকটি কলেজে শহীদ মিনার আছে।

দেয়াড়া কাশিয়াডাঙ্গা প্রথামিক বিদ্যালয়ের পঞ্চম ছাত্র আনিছুর ও ছাবিহা নামের দুই শিক্ষার্থী জানান, বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় প্রায় ২ মাইল দুরে দেয়াড়া হাইস্কুলের শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে হয়। সরকারের কাছে শহীদ মিনার নির্মাণের দাবী জানিয়েছেন তারা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ জানান, গত দু’বছর পুর্বে শিক্ষা মন্ত্রনালয়ের প্রকৌশল অধিদপ্তরে তালিকা পাঠিয়েছিলাম কিন্তু এখনো কোন সারা পাইনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন জানান, উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। তাই তরুন ছাত্র/ ছাত্রীরা মুক্তিযুদ্ধার সঠিক ইতিহাস জানতে বঞ্চিত হচ্ছেন।