ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছিতে দুর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা করে বাড়ীঘর ভাংচুর করেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার মেয়ে আজমিরা খাতুন (৪০) কে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
শনিবার (৯ই ফেব্রুয়ারী সকালে কেঁড়াগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বীর মুক্তিযুদ্ধা হারুনার রশীদ বাদী হয়ে ৯ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কেঁড়াগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারুনার রশীদ গাজীর নাতি ছেলে আল মামুন রাজুর সাথে একই এলাকার রফিকুল ইসলামের সহিত দলীয় কোন্দল ও টাকা পয়সা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
শনিবার সকাল দিকে কোন কারন ছাড়াই রফিকুল ইসলাম মুুক্তিযোদ্ধার কন্যা আজমিরা খাতুনকে দেখে তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্য গালমন্দ করতে থাকেন। এতে আজমিরা প্রতিবাদ করায় রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আলাউদ্দীন, সাদ্দাম হোসেন, ইব্রাহিম হোসেন, সেলিম হোসেন, এজাহার আলী, শরিফ হোসেন, ইসমাইল হোসেন ও মোসলেম আলীকে সাথে নিয়ে দেশী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে মুুক্তিযোদ্ধার মেয়ে আজমিরা খাতুন (৪০) কে কুপিয়ে জখম করে।
এসময় দুর্বৃত্তরা আজমিরা খাতুনকে মারপিট করে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এছাড়া বসতবাড়ী ভাংচুর করে চলে যায়।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608