Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দু’মাদক ব্যবসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ ইলতুৎ মিশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ মোঃ ইয়াছিন আলী এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এএসআই মোঃ মোকাদ্দেস হোসেন, এসআই শ্যামল মন্ডল অভিযান চালিয়ে শ্রীকলস গ্রামের আবু বক্কর মিস্ত্রির ছেলে মিঠুন ইসলাম (২৪) ও মানিকখালী গ্রামের আঃ কুদ্দুছ হাওলাদারের ছেলে ইসমাইল (২৮) কে মানিকখালী ঘেরের বাসা হতে ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন।