February 27, 2021, 6:08 am
ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়ায় মাদরা সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি’র সদস্যরা।
বুধবার (৬ই ফেব্রুয়ারী) বিকালে উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের মধ্য বদির পুকুরের পাশ থেকে তাকে ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটক ফেন্সিডিল ব্যবসায়ী একই গ্রামের লেয়াকাত আলীর ছেলে আসাদুজ্জামান আসাদ (৩০)।
মাদরা বিজিবি ক্যাম্পের হাবিলদার শহিদ হোসেন জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে এক মাদক ব্যবসায়ী সীমান্তের সোনাই নদী পার করে ফেন্সিডিল নিয়ে আসছিল। পরে সীমান্তের টহলরত বিজিবি সদস্যরা ওই স্থান থেকে ২৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। আটককৃত আসাদকে কলারোয়া থানা পুলিশে ফেন্সিডিলসহ সোপার্দ করা হয়।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
All rights reserved © Satkhira Vision