এসভি ডেস্ক: শিশুদেরকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার (৯ ফেব্রুয়ারি)। দেশের আড়াই কোটি শিশুকে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দেশের মোট ১ লাখ ২০ হাজার কেন্দ্রে শিশুদেরকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো খাবে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ মালেক।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে ভিটামিন খাওয়ানো হচ্ছে তা সম্পূর্ণ নিরাপদ। কোনো প্রকার গুজবে কান না দিয়ে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত কয়েক দিন আগে ভিটামিন এ ক্যাপসুলে কিছুটা ত্রুটি দেখা দেয়। তবে আমরা শিশুদের জন্য কোনো ঝুঁকি নিতে চাইনি। ফলে সেই ক্যাপসুলগুলো আর ব্যবহার করিনি। তবে এবারের ভিটামিন ক্যাপসুলে আর কোনো সমস্যা নেই।’
শিশুদের নিয়ে ঝুঁকি নিতে চাননি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’
এর আগের ক্যাম্পেইনের ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে সৃষ্ট জটিলতা নিয়ে মন্ত্রী বলেন, ‘ওই ভিটামিন ক্যাপসুল সাপ্লাইয়ে দেরি হওয়ায় এটা নিয়ে আদালতে মামলা হয়। মামলা নিষ্পত্তিতে প্রায় দেড় বছর লেগে যায়। তাতে এই ক্যাপসুল ড্যামেজ হয়ে যায়। তবে ক্যাপসুলের ভেতরে থাকা উপাদানের গুণগতমান ঠিক ছিল।’
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সরবরাহকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুলেন গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। এসব ক্যাপসুল ভারতের একটি কোম্পানি থেকে আমদানি করা হয়েছিল। ভারতীয় কোম্পানি থেকে আমদানিকৃত ভিটামিন ‘এ’ক্যাপসুলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ ভিটামিন ‘এ’খাওয়ানোর সেই ক্যাম্পেইন স্থগিত করে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608