Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে শীতার্ত দরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জাগরণী চক্র ফাউন্ডেশন আশাশুনি উপজেলায় ১১৫০টি কম্বল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান ও ফাউন্ডেশনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান। এসময় সমাজ সেবক আলহাজ্ব আক্রামুজ্জামান, শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, আজগর আলি ও সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন দরিদ্র সদস্যদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

একই দিন বুধহাটা শাখার অধীনে আরও ৩৫০ পিচ, প্রতাপনগর শাখার অধীন ৪০০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে নাকতাড়া শাখার অধীনে ৪০০ পিচ কম্বল বিতরণ করা হবে।