Spread the love

এসভি ডেস্ক: শ্যামনগরের বিভিন্ন ক্লিনিক ও ঔষধের দোকানে ভ্রাম্যামন আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার বেলা ১১ টা হতে ৩ ঘণ্টা ব্যাপী অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার।

অভিযানকালে বংশীপুর মোড়ে অবস্থিত মেসার্স কামরুজ্জামন ফার্মেসীকে বিভিন্ন অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ১৯৪০ সালে ঔষধ আইনের আওতায় ১০ হাজার টাকা জরিমানা ও ৩ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়।

তাছাড়া শ্যামনগর সদরে রিডা প্রাইভেট হাসপাতাল সহ কাশিমাড়ী বাজারে বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালিত হয়।

এ সময়ে সাতক্ষীরা ঔষধ প্রশাসন তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) আব্দুল্যাহ আল মামুন সহ শ্যামনগর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ দবির উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে।

এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার জানান।