এসভি ডেস্ক: সাতক্ষীরায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলীর কার্যালয়ের অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এম.এম.এ জাহেদ বিন গফুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, খন্দকার আলী হায়দার ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি খন্দকার মোস্তফা বিন হায়দার প্রমুখ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অনুন্নয়ন বাজেটে রাজস্ব খাতের (কোড নং-৪৯৩১) এর আওতায় পাঁচতলা ভীত বিশিষ্ট একতলা অফিস ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারী শিক্ষক ইয়াহিয়া ইকবাল, সিরাজুল ইসলাম, গাজী মোমিন উদ্দীন, শেখ মুস্তাফিজুর রহমান, কানাইলাল মজুমদার, মাহমুদুল হাসান খান, শ্যামল কুমার দাশ, মতিউর রহমান প্রমুখ।