এসভি ডেস্ক: তালা উপজেলায় ৩টি ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৬ ফেব্রুয়ারী) সকালে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা এ আদেশ প্রদান করেন।
জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী লাইসেন্স না থাকায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা তালা উপজেলার কুমিরা ইউনিয়নের তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে এএইচ ব্রিকস মালিককে ৪০ হাজার, এসএনবি ব্রিকস মালিককে ৪০ হাজার এবং এবি ব্রিকস মালিককে ২০হাজার টাকা জরিমানা করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।