Spread the love

আলমগীর কবির, ঘোনা প্রতিনিধি: সাতক্ষীরার কাথন্ডায় ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় সাড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  নিহতের নাম হাবিব (সাড়ে তিন)। সে সাতক্ষীরার কাথন্ডা কয়ার পাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের একমাত্র ছেলে। বুুধবার ভোর ৪ টায় সময় সে মারা যায়।


এলাকাবাসি  সুত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে  ১১টার দিকে সাতক্ষীরা সদরের ঘোনা-কাথন্ডা সড়কের কাথন্ডা কয়ার পাড়া বটতলা নামকস্হান দিয়ে হাবিব  রাস্তা পার হচ্ছিলো।  এসময় দ্রুতগামী ইঞ্জিনভ্যানের ধাক্কায় গুরুতর আহতাবস্থায় পরিবারের লোকজন হাবিবকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে হাবিবকে খুলনা মেডিকেলে রেফার করে সদর হাসপাতালের চিকিৎসক।  চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪ টার দিক সেখানে মারা যায় হাবিব।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাফিজুর রহমান বলেন, এখনও পর্যন্ত কাথন্ডায় সড়ক দূর্ঘটনার কোনো অভিযোগ পায়নি।