এসভি ডেস্ক: মৎস্য ঘেরে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৎস শ্রমিক খোকন সরদার (৫০) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত খোকন সরদার খেজুরডাঙ্গা গ্রামের মৃত বেলায়েত আলী সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, খোকন সরদার খেজুরডাঙা গ্রামের জনৈক লোকমানের মৎস্য ঘেরের কর্মচারী ছিলেন। প্রতিদিনের ন্যায় সকালে তিনি প্লাষ্টিকের একটি ড্রাম নিয়ে ঘেরে মাছ ধরার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে মৎস্য ঘেরের পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।