এসভি ডেস্ক: সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য আবু সাইদকে আটক হয়েছে।
সোমবার রাতে সাতক্ষীরার বিনেরপোতায় একটি মৎস্য ঘের থেকে পুলিশ তাকে আটক করে। আবু সাইদ সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিনেরপোতায় একটি মৎস্য ঘেরে মাদক ব্যাবসায়িরা মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ইউপি সদস্যকে ফেন্সিডিলসহ আটক করা হয়।