নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেসার্স মীর ট্রেডিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ভোমরা স্থল বন্দর এলাকায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেসার্স মীর ট্রেডিং এর চেয়ারম্যান মীর তানজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ জুয়েল হাসান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, মানস সোম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, পৌর আওয়ামীলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা শাখার সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ওসমান গণি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুয়েল।