Spread the love

খাজরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ৮নং খাজরা বাজারের প্রাণকেন্দ্রে কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে শতবর্ষী বটবৃক্ষ। প্রকান্ড ডালপালা নিয়ে এ বটবৃক্ষের অবস্থান। তার পাশেই অবস্থিত খাজরা বাজার সার্বজনীন দূর্গা মন্দির। বটবৃক্ষটি প্রায় ১বিঘা জমির উপর বিস্তৃত। আয়তনের সীমানা কম হওয়ার কারন বটবৃক্ষটি বাজার ও স্থানীয় দোকান ঘরের পাশে হওয়ায় ডালপালা বা শিকড় বাড়তে পারে না। গরম মৌসুমে বটবৃক্ষের ছায়া ক্লান্ত পথিকের পরম শান্তি দেয়। বটবৃক্ষটি কে রোপন করছিল তা নিয়ে সঠিক কোন মন্তব্য পাওয়া যায় নাই।