Spread the love

ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়ায় চাউল বোঝায় ইঞ্জিন ভ্যান উল্টে চালকসহ ২ ব্যক্তি আহত হয়েছে।

ঘটনাটি মঙ্গলবার (৫ই ফেব্রুয়ারী) বেলা দেড়টার দিকে পৌর সদরের শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সামনে ঘটে।

এতে মারাত্বক আহত অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ডালিম হোসেন (৩৫) ও একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে নাসির উদ্দীন (৪০)।

হাসপাতালে আহত ব্যক্তিরা জানান, ওই স্থানে স্পিড ব্রেকারের উপর দ্রুত গতির চাউল বোঝায় ইঞ্জিন চালিত ভ্যান নিয়ন্ত্ররণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এতে গাড়ীর চালক ও হেলপার রাস্তায় ছিটকে পড়লে গুরুত্বর মাথায় ও মুখে আহত পান।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত দু’জনকে উদ্ধার করে সরকারী হাসপাতালে নিয়ে আসে। অবস্থা বেগতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনসহ সঙ্গীয় ফোর্সদের দ্রুত ঘটনা স্থান পাঠিয়ে দেন। দূর্ঘটনায় আহতদের খোঁজ খবর নেয়া হয়। রাস্তায় পড়ে থাকা ইঞ্জিন ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।