March 4, 2021, 5:59 am
এসভি ডেস্ক: কালিগঞ্জ থানা পুলিশ অভিযানে সাড়ে ৪ শত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রোববার(৩ ফেব্রুয়ারি) ভোর ৫ টায় শুইলপুর সীমান্ত এলাকা থেকে উদ্ধারের এ ঘটনা ঘটে।
গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার এসআই চিম্ময় মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার ভোরে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়।
এসময় বস্তা ভর্তি সাড়ে ৪ শত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কেউ গ্রেফতার হয়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।
All rights reserved © Satkhira Vision