দেবহাটা প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা জাতীয় পার্টির (জাপা) মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান বকুল দলীয় কাউন্সিলর, নেতাকর্মী ও জনসাধারণের সাথে অব্যাহত ভাবে গণসংযোগ করছেন।
শনিবার দিনব্যাপী তিনি উপজেলার সদর ইউনিয়নের ঘলঘলিয়া, চরশ্রীপুর, টাউনশ্রীপুর, ভাঁতশালা, নওয়াপাড়া, নাংলা,দেবীশহর, হাদীপুর, আষ্কারপুর,ঢেপুখালী এলাকার আওয়ামীলীগ কাউন্সিলর, নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
এসময় তার সাথে গণসংযোগ ও মতবিনিময়ে জাতীয় পার্টি ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।