March 6, 2021, 3:36 pm
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে এসএম আহসান হাবিব সভাপতি, জিএম আল-ফারুক সম্পাদক ও এসকে হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে শুভেচ্ছাসহ প্রানঢালা অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হান্নান, জেলা কমান্ডের সদস্য আব্দুল করিম, উপজেলা কমান্ডের ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডার লিয়াকত আলী, সহকারি কমান্ডার নূরুল হুদা, গাউছুল হক, সদস্য অরুন কুমার রজক রায় সহ আশাশুনি উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ।
উপজেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান, সম্পাদক বদরুদ্দোজা সানা, কোষাধ্যক্ষ দীপঙ্কর মন্ডল, সদস্য নিরাপদ মন্ডল (সিনিয়র লেখক), মোরশেদ মেহবুব লিপ্টন, আইব আলী, বরুন কুমার মন্ডল কাজল, রাবিদ মাহমুদ চঞ্চলসহ সকল দলিল লেখকবৃন্দ।
All rights reserved © Satkhira Vision