ফিরোজ জোয়ার্দ্দার: কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১লা ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্দনপুর আবু সামার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাঁদপুর গ্রামের মাওলানা আব্দুল্লাহ আল মামুনের ছেলে ফেন্সিডিল সম্রাট আবির আল মাসুদ (২৩) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইদুর রহমান (২২)। থানা সূত্রে জানা যায়, থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের দিক নির্দেশনা মোতাবেক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে থানার এসআই রইচ উদ্দিনের নেতৃত্বে এএসআই মোস্তাক আহম্মদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৫০বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে ওই স্থান থেকে আটক করেন।
আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের আটকের খবর এলাকায় মুহুত্বের মধ্যে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। তাছাড়া তারা এলাকায় বিভিন্ন মাদক কারবারের সাথে প্রত্যাক্ষভাবে জড়িত থাকায় তাদের আটক করে পুলিশের পাশাপাশি এলাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেছেন।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা নং- (১) তাং-০১/০২/২০১৯ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর ১৩ (খ) রুজু করা হয়ে রোববার জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানা যায়।