Spread the love

এসভি ডেস্ক: বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৭৫ শিক্ষার্থী।

জানা গেছে, ৩৬তম নিয়োগ পরীক্ষায় তারা নিয়োগ পায় এবং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন জেলা ও মহানগর পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করবেন 
তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, নিয়োগপ্রাপ্তদের মধ্যে কলা অনুষদের ১ জন, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ১৩ জন, সামাজিকবিজ্ঞান অনুষদের ১৬ জন, ব্যবসায় শিক্ষা অনুষদের ২২ জন, বিজ্ঞান অনুষদের ১২ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ৩ জন এবং কৃষি অনুষদের ২ জন।

এছাড়াও অন্যান্য বিভাগের ৬ জন শিক্ষার্থী রয়েছেন। মোট ৭৫ শিক্ষার্থী। যাদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ৪ জন। বাকি ৭১ জন ছেলে শিক্ষার্থী।

এদিকে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষার্থীদের থেকে জানা গেছে, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে ২০১৮ সালের ২৭ জানুয়ারি থেকে  প্রশিক্ষণ শুরু হয়। এতে অংশ নেয় ১৩২৪ জন শিক্ষার্থী।

গত ২৮ জানুয়ারি বছরব্যাপী ট্রেনিং শেষ হয় ৩৬তম ব্যাচের। এরপর দেশের বিভিন্ন স্থানের পুলিশ ইউনিটে পোস্টিং দেয়া হয়েছে বলে জানা গেছে।