এসভি ডেস্ক: দেবহাটার ধোপাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১৭ লক্ষ টাকা মূল্যের ২টি তক্ষক সাপ উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের আনারুলের বাড়ির পাশ থেকে ২টি তক্ষক সাপ (যার একটির দৈর্ঘ্য ১৩ইঞ্চি, মূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা আর অপরটির দৈর্ঘ্য ১২ ইঞ্চি, মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা) উদ্ধার করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।