শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অপহরণের পনের দিন পর অপহৃত কিশোরী মৌমিতা চক্রবর্তী (১৬) কে উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ। অপহরণের সাথে জড়িত দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, শিশুকন্যা মৌমিতা চক্রবর্তী (১৬) অপহরণের ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১৭(০১)১৯। মামলা দায়ের পর আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার পাইকগাছা বাজার থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুই অপহরণকারী কয়রা থানার তেঁতুলতলার চর এলাকার মোঃ আবু বক্কর সিদ্দিক এর ছেলে আব্দুল্লাহ আল মামুন ও মুনছুর আলীকে আটক করে। এসময় তাদের জিজ্ঞাসাবাদে আটকে রাখা অপহৃত মৌমিতা চক্রবর্তীকে উদ্ধার করে থানা পুলিশ।
আসামীদের বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।