আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০পিচ ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।
বুধবার রাতে উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফজলু গাজীর ছেলে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান গাজী ওরফে কদম আলীকে আটক করে থানা পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে তার পকেট থাকা ৩০ পিচ ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়।
এব্যাপারে আশাশুনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।