এসভি ডেস্ক: সাতক্ষীরা পুলিশ লাইনস স্কুলে দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রতিষ্ঠিত সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতিদমন কমিশন(দুদক) এর খুলনা বিভাগীয় উপ-পরিচালক আবুল হোসেন, সদ্য যোগদানকৃত উপ-পরিচালক নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দীন, সহকারী পুলিশ সুপার(হেড কোয়ার্টার) হুমায়ুন কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী শেওলাতুননেছা।
আগামী প্রজন্মকে সততা শিক্ষা দেওয়ার জন্য দুর্নীতি মুক্ত হওয়ার সাতক্ষীরা পুলিশ লাইস স্কুলে এধরনের একটি উদ্যোগ গ্রহণ করায় প্রধান অতিথি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।