এসভি ডেস্ক: পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন, এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরা পুলিশ লাইন্সে মাঠে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
এ সময় পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান জানান , পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার ধারাবাহিকতায় পুলিশের এই রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ইতি মধ্যে জেলায় ১৪শ পুলিশের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে, যে কোন পরিস্থিতিতে অসহায় মানুষ যাদের সক্ষ্যমতা নাই বা জরুরি ভাবে যাদের রক্ত প্রয়োজনে পুলিশের সাথে উক্ত নাম্বারে পুলিশ কন্ট্রোল রুম (০১৭৩৯-৮৪০৯৫১) অতিরিক্ত পুলিশ সুপার(০১৭১৩-৩৭৪১৩৬) যোগাযোগ করলে রক্তের গ্রুপ নির্ণয় করে পুলিশ সদস্য হাসপাতালে গিয়ে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষনিক ভাবে রক্ত দান করবেন ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ হুমায়ন কবীর, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক আজম খান, জেলা গয়েন্দা পুলিশ পরিদর্শক আলী আহম্মেদ হাশমী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আর ও ওয়ান আরশেদ আলী প্রমুখ, অতিরিক্ত পুলিশ সুপারে রক্ত দানের মাধ্যমে রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয় ।