এসভি ডেস্ক: প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সদস্য ইশতিয়াক আহমেদ ওরফে ইয়াকুব ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ তৈরি করে ভুয়া প্রশ্নপত্র বিক্রয়ের জন্য স্ট্যাটাস দিতো বলে জানিয়েছেন সাতক্ষীরা র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (উপ-পরিচালক) লে. কমান্ডার বিএন এএমএম জাহিদুল কবীর।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াকুব ভুয়া প্রশ্নপত্র সরবরাহের কথা স্বীকার করেছে। সে ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ তৈরি করে ভুয়া প্রশ্নপত্র বিক্রয়ের জন্য স্ট্যাটাস দিত। আগ্রহী প্রার্থীরা মেসেঞ্জার গ্রুপ থেকে প্রশ্নপত্র ক্রয়ের জন্য যোগাযোগ করলে সে তার বিকাশ এর মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। সে দীর্ঘ দিন ধরে ভুয়া প্রশ্নপত্র বিক্রয় করে আসছে।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মঙ্গলবার রাতে শহরের পলাশপোল স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসা থেকে ইয়াকুবকে আটক করে।
ইয়াকুব রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষীপুরভাটপাড়ার নুর আলম নান্টুর ছেলে এবং রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
পলাশপোল স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছে তার পরিবার।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664